
ছেলে মদ খেয়ে মারধর করত মা-বাবাকে। তার প্রতিবাদ করার মাশুল দিতে হল বাবাকে। মদের নেশায় চুর ছেলে মাথা ফাটিয়ে খুন করল জন্মদাতাকে। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মনসাখালি গ্রামের বাসিন্দা রাজকুমার সর্দার তার বাবা খগেন সর্দারকে গ্যাস ওভেন দিয়ে মেরে খুন করেছে।
পুলিশ সূত্রের খবর, রাজকুমার সর্দার মাঝেমাঝেই মদ খেয়ে এসে বাড়িতে উৎপাত করত। এই নিয়ে খগেন সর্দারের পরিবারে লেগে থাকত নিত্য অশান্তি। মাতাল অবস্থায় অভিযুক্ত রাজকুমার মা-বাবার গায়ে হাত তুলত বলে জানিয়েছেন মৃতের প্রতিবেশিরা। গত বৃহস্পতিবার রাতেও মদ খেয়ে বাড়িতে ঢুকে মায়ের সঙ্গে ঝামেলা শুরু করে রাজকুমার। অভিযোগ, তার প্রতিবাদ করলে বাবার গায়ে হাত তুলতে যায় অভিযুক্ত। ছেলের অসভ্যতা থামাতে পাড়ার ক্লাবে খবর দিতে কিছুক্ষণের জন্য বাইরে যান খগেনবাবু। ক্লাব থেকে এসে ঘরে ঢুকলে খগেনবাবুর উপর চড়াও হয় মদ্যপ রাজকুমার। গ্যাসের ওভেন দিয়ে বাবার মাথায় আঘাত করে সে। ভারী আঘাতের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় খগেন সর্দারের। চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন প্রতিবেশিরা। তাঁরাই অভিযুক্ত রাজকুমারকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাজকুমার সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।