মাঘের শুরুতে হাড়হিম করা ঠান্ডার দোসর হয়েছে প্রবল কুয়াশা। ভোরের দিকে কুয়াশায় কিছুই প্রায় দেখা যাচ্ছে না। এদিন কুয়াশার দাপট ছিল চোখে পড়ার মতন। গঙ্গার ওপর দৃশ্যমানতা প্রায় না থাকায় হুগলি সহ বিভিন্ন জায়গায় এদিন ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সপ্তাহের প্রথম দিন। ফলে সকাল সকাল ফেরিঘাটে গিয়েও কর্মস্থানমুখী মানুষজন ফেরি না পাওয়ায় মুশকিলে পড়েন। কিন্তু যে পরিস্থিতি ছিল তাতে ফেরি চালানো যেত না বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। গঙ্গার এ পার থেকে ওপার দূরে থাক, কয়েক হাত দূরেই জল দেখা যায়নি।
প্রবল কুয়াশায় রাজ্যের বিভিন্ন জায়গাতেও টুকটাক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কোথাও নয়ানজুলিতে বাস উল্টেছে। কোথাও দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিন কুয়াশার কারণে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে কলকাতার উল্টোডাঙা ফ্লাইওভারে। সকালে কুয়াশায় ভাল করে দেখতে না পেয়ে একটি গাড়িতে ধাক্কা মারে একটি বাইক। উল্টে যায় রাস্তায়। আহত হন বাইক আরোহী বছর ৩৫-এর তরুণ ঘোরাই। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিন কুয়াশার কারণে ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে। অমৃতসর মেল সহ বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। বহু ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে। কলকাতা থেকেও অনেক ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। কুয়াশার কারণে ব্যাহত হয় লোকাল ট্রেনের চলাচলও।