এক দিনের ব্যবধানে গঙ্গাসাগর যাত্রার পথে ফের দুর্ঘটনা। গত রবিবারই সাগরগামী ২টি বাসের রেষারেষির জেরে আহত হন প্রায় ১৫ জন পুণ্যার্থী। এবার বাসের চাকা ফেটে গিয়ে ঘটল বিপত্তি। অকুস্থল কচুবেড়িয়া থেকে সাগর যাওয়ার পথে মন্দিরতলা এলাকা। সোমবার সকাল ৭টায় আচমকা সাগরগামী একটি যাত্রীবোঝাই বাসের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তা ছেড়ে সোজা নেমে পড়ে পানাভর্তি নয়ানজুলিতে। ঘটনার জেরে গুরুতর জখম হন ৮-১০ জন যাত্রী। যাঁদের মধ্যে সাগরগামী পুণ্যার্থীর সংখ্যাই ছিল বেশি। তবে কপাল জোরে বেঁচে গেছেন চালকসহ বাসের সকলে।
আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। পথ দুর্ঘটনার জেরে সাতসকালে রাস্তায় তৈরি হয় ব্যাপক যানজট। পরে অবস্থা নিয়ন্ত্রণে আনে পুলিশ। মকরসংক্রান্তির পুণ্যস্নানের তিথি শেষ। তবু সাগর যাত্রার উৎসাহে কমতি নেই পুণ্যার্থীদের মধ্যে। এর মাঝে পরপর বাস দুর্ঘটনায় কিছুটা শঙ্কিত সাগরমুখী পুণ্যার্থীরা।