কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যের ২ ভিন্ন জেলায় একই ধরণের দুর্ঘটনা। ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ। যার জেরে মৃত্যু হল ২ জনের। প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুরে। গত সোমবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রোগী ভর্তি করিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলেন চালকসহ রোগীর আত্মীয়রা। বহরমপুর রাজ্য সড়কের হাতপাড়ার কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। ঘটনাস্থলে মৃত্যু হয় আলবাস শেখ নামে এক ব্যক্তির। দুর্ঘটনায় চালকসহ আহত হন ২ জন। ঘাতক ট্রাকের পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে হাওড়ার সাঁকরাইলের কাছে। সকাল সাড়ে ১০টা নাগাদ বম্বে রোডের ধারে দাঁড়ানো একটি ট্রাককে গুদামে ঢোকানোর চেষ্টা চলছিল। সেইসময় আচমকা মেদিনীপুর থেকে কলকাতাগামী একটি অ্যাম্বুলেন্স গিয়ে ধাক্কা মারে ট্রাকটিতে। সংঘর্ষের তীব্রতার জেরে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। মৃত্যু হয় ১ জনের। চালকসহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য ব্যস্ত সময়ে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায় বম্বে রোডে। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।