কালনার মর্মান্তিক নৌকাডুবির একদিন পার করেও চলছে উদ্ধারকাজ। ১৮টি দেহ উদ্ধার হয়েছে। এখনও পরিজনদের খোঁজ পাওয়ার আসায় শান্তিপুর ও কালনার গঙ্গাপারে বহু মানুষ ভিড় করে আছেন। অনেকেরই চোখে জল। অনেকেই বারবার ছুটে যাচ্ছেন উদ্ধারকারীদের কাছে। এদিকে উদ্ধারকাজে দেরি নিয়ে এখনও প্রবল ক্ষোভ রয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। ফেরি পারাপারে তোলাবাজির অভিযোগ ঘিরেও তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে। এদিকে রবিবারের ঘটনার পর সোমবার যথেষ্ট পুলিশি প্রহরা রয়েছে শান্তিপুর ও কালনায়। থমথমে গোটা এলাকা।
Leave a Reply