বুধবার ভোর। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তখন অনেকেই ঘুমে কাদা। আচমকাই এখানে একটি বন্ধ বল পেন তৈরির কারখানায় আগুন লেগে যায়। কারখানা বন্ধ থাকায় হতাহতের ভয় ছিলনা। তবে কারখানায় পেন তৈরির সরঞ্জাম হিসাবে প্রচুর প্লাস্টিক মজুত ছিল। যা আগুনকে দ্রুত ভয়ংকর চেহারা নিতে সাহায্য করে। এখানে শুধু ওই পেন তৈরির কারখানা বলেই নয়, রয়েছে একের পর এক কারখানা। ফলে আগুন দ্রুত অন্যান্য কারখানায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকলের ৭টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় লড়াই।
আগুন এতটাই ভয়ংকর ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকে। তবে সকালের মধ্যেই আগুন আশপাশের কারখানায় ছড়িয়ে পড়ার সম্ভাবনায় দাঁড়ি টানতে সক্ষম হন দমকলকর্মীরা। বেলা পর্যন্ত লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুনের লেলিহান শিখা। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন ছড়ায়। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।