
বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ যাত্রীর। যাঁদের মধ্যে ১২ বছরের এক কিশোরও রয়েছে। পরে হাসপাতালে আরও ২ যাত্রীর মৃ্ত্যু হয়। আহত আর ২৫ জন। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে মোহনপুরের শথকুইয়ের কাছে দুর্ঘটনার মুখে পড়ে যাত্রীবোঝাই বাসটি। পশ্চিম মেদিনীপুরের আমলাশুলি থেকে মোহারের দিকে যাচ্ছিল বাসটি। দুপুর তখন সাড়ে ৩টে, প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে আসা প্রাইভেট বাসটির সামনে আচমকা এসে পড়ে একটি বাইক। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসচালক। উল্টে যায় বাসটি। বাসের ছাদে বসা বেশ কয়েকজন যাত্রী চাপা পড়ে যান বাসের তলায়। আহত হন বাসের ভিতরে থাকা যাত্রীদের অনেকেই। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে। উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।