বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ নতুন নয়। এর আগেও গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। পুড়েছে বাড়ি। আহত হয়েছেন মানুষ। বৃহস্পতিবার বাসন্তীতে একটি আদিবাসী মেলা চলছিল। অভিযোগ আচমকাই সেখানে হামলা চালায় একদল দুষ্কৃতী। চলে বোমাবর্ষণ। অন্য গোষ্ঠীও গুলি বোমা নিয়ে পাল্টা আক্রমণ করলে দুদলে সংঘর্ষ বাধে।
শান্ত মেলা প্রাঙ্গণ আচমকাই রণক্ষেত্রের চেহারা নেয়। পালাতে শুরু করেন মানুষজন। এরমধ্যেই কয়েকজন গুলিবিদ্ধ হন। তার মধ্যে ৯ বছরের রিয়াজুল মোল্লাও ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সংঘর্ষ থামাতে পুলিশ আসে। সূত্রের খবর, এদিন পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টার সময় এক পুলিশকর্মীর কোমরে গুলি লাগে। দীর্ঘক্ষণ গুলি, বোমার লড়াই চলার পর বিকেলের দিকে অবস্থা আয়ত্তে এলেও এলাকা থমথম করছে। চাপা উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে।