দোকানের সামনে গাড়ি দাঁড়িয়ে। নিশ্চিত, পুলিশ দোকানে হানা দিতে এসেছে। এই ভেবে দোকান ছেড়ে পালাতে গিয়েছিলেন ব্যবসায়ী। পালাতে গিয়ে এক যুবককে ধাক্কা দেন তিনি। ধাক্কার চোটে খালের জলে পড়ে গিয়ে মৃত্যু হয় রাজু সাউ নামে ওই যুবকের।
পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুরের কাছে সেচখালের ধারে পানের গুমটির সামনে গাড়ি দাঁড় করান রাজু সাউ। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বাবা ও ভাই। মৃতের বাবার দাবি, রাজু সাউ খালের ধারে গুমটির পিছনে যান সিগারেট খেতে। এদিকে গুমটির সামনে গাড়ি দাঁড়াতে দেখে ভড়কে যান গুমটির মালিক শুভেন্দু বিশ্বাস। দোকানে পুলিশের হানা দেওয়ার ভয়ে পিছন দিয়ে পালাতে যান ওই ব্যবসায়ী। অন্ধকার থাকায় গুমটির পিছনে দাঁড়িয়ে থাকা রাজু সাউকে সম্ভবত খেয়াল করেননি শুভেন্দু। ২ জনের মধ্যে ধাক্কা লাগায় একসাথে খালে পড়ে যান যুবকসহ ব্যবসায়ী। ডিভিসির খালে তলিয়ে যান যুবক। গত বুধবার সকালে খাল থেকে মৃত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসীর দাবি, সেচখাল এলাকায় ওই পানের গুমটির আড়ালে আসলে চলত মদের অবৈধ কারবার। এর আগে গুমটিতে হানাও দিয়েছে পুলিশ। মঙ্গলবার দোকানের সামনে তাই গাড়ি দাঁড়াতে দেখে ভয় পেয়ে যান শুভেন্দু বিশ্বাস। সেই ভয়ে পালাতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক বিপত্তি।