
পুলিশ বা সিআইডির ওপর ভরসা রাখতে পারল না ডায়মন্ডহারবারে খুন হওয়া ছাত্র কৌশিক পুরকাইতের পরিবার। ছেলের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে বুধবার কৌশিকের মা চন্দ্রাণী পুরকায়েত দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের। এদিন হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আসেন তিনি। এছাড়া আদালতের কাছে ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ ও তাঁর পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা বন্দোবস্তের আর্জিও জানিয়েছেন কৌশিকের মা। পুলিশের কাছ থেকে অভিযোগ প্রত্যাহারের জন্যও তাদের ওপর প্রত্যেক দিন চাপ আসছে বলে দাবি করেছে কৌশিকের পরিবার। হুমকির জেরে তাঁরা আশঙ্কিত বলেও জানিয়েছেন তাঁরা।