মুর্শিদাবাদের দৌলতাবাদে ভৈরব নদীর জলে বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন বাস বোঝাই যাত্রী। যাঁদের মধ্যে ৯ জন কোনওক্রমে বাঁচলেও বাকিদের সলিল সমাধি হয় ওই জলেই। জলের অনেক গভীরে পাঁকে আটকে থাকা বাস তুলে আনতে গত সোমবার বিকেল গড়িয়ে যায়। তারপর বাস জলের উপরে উঠতেই তার মধ্যে থেকে বার করে আনা হয় একের পর এক দেহ। সোমবার উদ্ধার হয় সাকুল্যে ৩৬টি দেহ। কিন্তু তখনও জলের তলায় দেহ পড়ে আছে বলে জানানো হয়েছিল। কিন্তু অন্ধকার নামায় উদ্ধারকাজ তখনকার মত বন্ধ রাখতে হয়।
মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার কাজ। ডুবুরি নামিয়ে চলে বাকি দেহের খোঁজে তল্লাশি। জলে স্রোত নেই। তাই দেহ ভেসে যাওয়ার সম্ভাবনা কম। এদিন দুপুর পর্যন্ত জলের তলায় পাঁকে আটকে থাকা অবস্থায় ৬টি দেহ উদ্ধার হয়। এখনও জলের তলায় ১০-১২টি দেহ পড়ে আছে বলেই অনুমান করছেন সকলে। তাদের খোঁজে তল্লাশি চলছে।