রাত তখন আড়াইটে। হুগলির ব্যান্ডেলে জলের ট্যাঙ্ক এলাকায় রাত জেগে কাজ করছিলেন কয়েকজন ঠিকা কর্মী। এমন সময় সেখানে হানা দেয় সশস্ত্র ৩ যুবক। বন্দুক তাক করে ঠিকা কর্মীদের থেকে মোবাইল ফোনসহ ৫০ হাজার টাকা জোর করে আদায় করে নেয় তারা। কিন্তু তাদের বন্দুকের নল ভয় দেখাতে পারেনি সকলকে। আক্রান্তদের কয়েকজন পাকড়াও করে ফেলে ৩ দুষ্কৃতির ১ জনকে। সেই দুষ্কৃতিকে ব্যাপক গণধোলাই দেওয়া হয়। যার জেরে ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয়দের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে বিগত কয়েকদিন ধরে কাজ চলছে ব্যান্ডেলের জলের ট্যাঙ্ক এলাকায়। গত মঙ্গলবার অনেক রাত পর্যন্ত কাজ চলছিল ওই এলাকায়। আচমকা সেখানে হানা দেয় ৩ জনের একটি দুষ্কৃতির দল। ছিনতাই করে পালানোর সময় ৩ জনের মধ্যে ১ জনকে ধরে ফেলেন ঠিকা কর্মীরা। গাঁইতি, কোদাল, কুড়ুল দিয়ে দুষ্কৃতিকে বেদম প্রহার করেন তাঁরা। গণপিটুনির জেরে ওই স্থানেই লুটিয়ে পড়ে পাকড়াও হওয়া দুষ্কৃতি। পরে খবর পেয়ে মৃত দুষ্কৃতির দেহ উদ্ধার করে পুলিশ। পলাতক দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গণধোলাই দিয়ে যাঁরা ওই যুবককে মেরে ফেলেছেন, তাঁদেরও সন্ধান করা হচ্ছে।