
প্রয়াত হলেন সিপিএমের দাপুটে নেতা লক্ষণ শেঠের স্ত্রী তথা সিপিএম নেত্রী তমালিকা পণ্ডা শেঠ। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। রবিবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করতে আনা হচ্ছিল। পথে অবস্থার অবনতি হওয়ায় ডোমজুড়ে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে মহিষাদলের বিধায়ক ও হলদিয়া পুরসভার চেয়ারম্যানের মত গুরুত্ব দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে রাজ্য রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।