দুষ্কৃতিদের হাতে খুন হলেন উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটার তৃণমূল নেতা মহম্মদ আব্দুল ছামাদ আলি। মৃত ছামাদ তৃণমূল অঞ্চল কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তেহাটার মাঠপাড়ার কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। অভিযোগ, আচমকা রাত ৯টা নাগাদ তৃণমূল নেতার ওপর হামলা চালায় কয়েকজন সশস্ত্র দুষ্কৃতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দোকানে ঢোকার আগে বোমা ছুঁড়ছিল দুষ্কৃতিরা। উপস্থিত জনতাকে ভয় দেখাতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে তারা। তারপর চায়ের দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় তারা। ছামাদ আলিকে টেনে বাইরেও নিয়ে আসে। তারপর চায়ের দোকানের সামনেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ছামাদ। এরপর রক্তাক্ত ছামাদকে ফেলে চম্পট দেয় দুষ্কৃতিরা। আশঙ্কাজনক অবস্থায় ছামাদ আলিকে নিয়ে যাওয়া হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই তৃণমূল নেতার সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল মোতালেব নামে ১ তৃণমূলকর্মীর। সেই বিবাদের জেরেই ছামাদকে আলিকে খুন হতে হল কিনা খতিয়ে দেখছে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করেও তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল বলে মেনে নিয়েছেন স্থানীয়রা। খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।