রোজ রাতে ঘরে একাই শুতেন হালিম শেখ। মুর্শিদাবাদের জলঙ্গি ইনায়েতপুরে তাঁর বাড়ি। কাকার সাথে ঘুমতে গত শুক্রবার রাতে আবদার করেছিল ভাইপো সাহেব শেখ। মামার সাথে ঘুমনোর বায়না ধরেছিল ভাগ্নে শামিম শেখও। রাজি হন হালিম। রাতে তাঁরা ৩ জন এক ঘরে শুয়ে পড়েন। সেই ঘরেই আগুন লেগে পুড়ে মৃত্যু হল ৩ জনেরই।
পুলিশের অনুমান, সম্ভবত ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তারা। মোমবাতির আগুন কোনওভাবে গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে চলে আসে। ভয়ানক বিস্ফোরণে ফেটে যায় সিলিন্ডারটি। নিমেষে আগুন ছড়িয়ে যায় বদ্ধ ঘরের ভিতর। সিলিন্ডার ফাটার তীব্র শব্দে গভীর রাতে ঘর থেকে বেরিয়ে হালিম শেখের ঘরের সামনে উপস্থিত হন প্রতিবেশিরা। দাউদাউ করে জ্বলতে থাকা ঘরের আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। ঘরের ভিতর আটকে পড়া ৩ জনকে উদ্ধারের চেষ্টাও করেন। কিন্তু ততক্ষণে ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। পুলিশ এসে শনিবার সকালে পুড়ে কালো হয়ে যাওয়া শরীরগুলোকে উদ্ধার করে। একই পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।