গত শনিবার থেকে সোমবার। পরপর ৩ দিন শহরের ৩ প্রান্তে দুর্ঘটনার মুখে পড়ল ৩টি অ্যাপ নির্ভর ক্যাব। গত শনিবার রাতে এজেসি রোড উড়ালপুলে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ১ ক্যাব চালকের। গত রবিবার পরীক্ষা দিতে যাওয়ার সময় মা সেতু থেকে নামার পর দুর্ঘটনার কবলে পড়ে একটি ক্যাব। মৃত্যু হয় এক এমএসসি-র ছাত্রের। ওই দিন রাত ৩টেয় ফের ক্যাবের দুরন্ত গতি কেড়ে নিল ২ জনের প্রাণ। মৃতদের মধ্যে ১ জন গাড়ির চালক মহম্মদ ফারহান। আর দ্বিতীয়জন ২২ বছরের তরুণী টুম্পা দাস। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন আরেক যাত্রী। ঝিলিক দত্ত নামে ওই তরুণী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাত ৩টের সময় দুর্ঘটনাটি ঘটে বিটি রোডের ওপর বেলঘরিয়া থানার কাছে। ২ তরুণীকে নিয়ে গাড়িটি আগরপাড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, ক্যাব চালক স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ক্যাবটি গিয়ে পিছন থেকে ধাক্কা মারে একটি মালবাহী লরিতে। লরিটি বেলঘরিয়া থানার কাছে রাস্তার ধারে দাঁড় করানো ছিল। লরির সাথে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ক্যাবের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও পিছনের সিটে বসা ১ তরুণীর।