মদ্যপানে বাধা দেওয়ায় রিষড়ায় এক স্বাস্থ্যকর্মীকে বেধড়ক মারধর করল একদল যুবক। মারের হাত থেকে রেহাই পাননি স্বাস্থ্যকর্মীর প্রতিবেশিরাও। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। পেশায় স্বাস্থ্যকর্মী শুভ রায়ের বাড়ির সামনে বসে মদ্যপান করছিল একদল যুবক। এভাবে প্রকাশ্যে মদ্যপানের বিরোধিতা করে তাদের সেখান থেকে চলে যেতে বলেন শুভ রায়। অভিযোগ তখনকার মত চলে গেলেও কিছুক্ষণের মধ্যেই দলে ভারী হয়ে ফিরে এসে শুভ রায়কে বেধড়ক মারধর শুরু করে তারা। কয়েকজন প্রতিবেশি প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করা হয়। রিষড়া থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত শুভ রায়।
Leave a Reply