কুশমাণ্ডি গণধর্ষণের পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। শুক্রবার দুপুরে তাই ফেটে বার হল। স্থানীয় সূত্রে খবর, আদিবাসী সংগঠনের সদস্যরা এদিন একযোগে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ২ জনের বাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুনে ২টি বাড়িই পুড়ে ছাই হয়ে যায়। আগুন ছড়ায় আশপাশের কয়েকটি বাড়িতেও। পরে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ এলাকায় হাজির হয়। অবস্থা নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের গ্রাস থেকে বাড়িগুলোকে বড় একটা বাঁচাতে পারেনি কেউ।
প্রসঙ্গত গত রবিবার বিকেলে রাস্তার ধারে ঝোপের ভিতর এক আদিবাসী তরুণীকে অচেতন নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। দেখেন তরুণী বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। কয়েকজনের চেষ্টায় দেহটি ঝোপ থেকে বার করা হলে চমকে ওঠেন তাঁরা। তরুণীর যৌনাঙ্গ দিয়ে দেহের ভিতর থেকে অঙ্গপ্রত্যঙ্গ বাইরে টেনে বার করা হয়েছে। বীভৎস সেই দৃশ্য দেখামাত্রই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে পৈশাচিক নির্যাতনের শিকার ওই তরুণীকে উদ্ধার করে। তখনও তাঁর দেহে প্রাণ ছিল। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন নির্যাতিতা তরুণী।