এভারেস্ট জয়ী সুভাষ পালের শেষকৃত্য সম্পন্ন হল বুধবার। এদিন ভোরে দেহ বাঁকুড়ার সারদা পল্লীতে তাঁর বাড়িতে এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। এমনকি প্রতিবেশিদেরও অনেকের চোখে জল দেখতে পাওয়া যায়। ফুল দিয়ে সাজানো হয় সুভাষ পালের অন্তিমযাত্রার গাড়ি। সুভাষ পালকে তাঁর বাড়িতে এসে সম্মান জানান জেলার প্রশাসনিক কর্তারা। এরপর চোখের জলে বিদায়ের পালা। শেষ যাত্রায় তাঁর দেহ নিয়ে গোটা এলাকা ঘোরা হয়। রাস্তার ধারে এলাকার গর্বের সন্তানকে শেষ দেখা দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিকে সুভাষ পালের পরিবার যাতে সমস্যায় না পড়ে সেজন্য তাঁর স্ত্রীকে একটি চাকরি দেওয়ার জন্য সরকারে কাছে আবেদন জানিয়েছেন তাঁর আত্মীয় পরিজনেরা।
Leave a Reply