প্রতিদিন মদ খেয়ে এসে বাড়িতে উৎপাত করতেন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। নদিয়ার হাঁসখালি থানার কালীতলা গ্রামের বাসিন্দা বৈদ্যনাথবাবুর নেশায় আসক্তি নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠেছিল ছেলে। তার অভিযোগ, রোজকার মত রবিবারও মদ খেয়ে বাড়িতে ঢুকে ‘মাতলামি’ করছিলেন বাবা। প্রতিবাদ করলে স্ত্রীকে গালিগালাজ করা শুরু করেন তিনি। বৃদ্ধের ছেলের এও দাবি, মদের নেশায় চুর বাবা পুত্রবধূর গায়ে হাতও তোলেন। মত্ত বাবার অসভ্যতা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। তাই মেজাজ আর ঠিক রাখতে পারেনি সে। মদের নেশায় চুর বাবার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে ছেলে বিকাশ বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ, প্রতিবাদ করায় ছেলেকে মাথায় ভারী বস্তু দিয়ে প্রথমে জোরে আঘাত করেন ষাটোর্ধ বৃদ্ধ। রাগের মাথায় পাল্টা বাবার মাথায় শাবল দিয়ে আঘাত করে তাঁর ছেলে। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। বৃদ্ধের পুত্রবধূ প্রতিবেশিদের সাহায্যে খবর দেন পুলিশকে। গুরুতর জখম ছেলেকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।