প্রসব যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদের রেজিনগরের একটি নার্সিংহোমে এক প্রসূতিকে ভর্তি করান তাঁর বাড়ির লোকজন। সেখানে এক শিশুর জন্মও দেন তিনি। পরিবারের অভিযোগ এরপর প্রসূতির অবস্থার অবনতি হয়। মৃত্যু হয় প্রসূতির। প্রসূতির মৃত্যুর জন্য নার্সিংহোমের চিকিৎসা গাফিলতিকেই দায়ী করেন মৃতার পরিবারের লোকজন। নার্সিংহোমের মালিকের একটি মোটরবাইক প্রথমে জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। অভিযোগ এরপর তাঁরা নার্সিংহোমের ওপর চড়াও হন। সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। শেষ বিকেলে দাউদাউ করে জ্বলতে থাকে নার্সিংহোমের একাংশ। অবস্থা সামলাতে ব়্যাফ নামাতে হয়।
রেজিনগরে সোমবার বিকেলে এই ঘটনা ঘটলেও সকালে প্রায় একই অভিযোগে উত্তেজনা ছড়ায় বোলপুরেও। এখানেও প্রসূতি মৃত্যুর অভিযোগে মৃতার পরিবারের লোকজন নার্সিংহোমে চড়াও হন। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরিবারের লোকজনের। পরে অবস্থা নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত চিকিৎসককে।