
তৃণমূল কর্মী, সমর্থকদের অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। প্রাণ বাঁচাতে অটোয় চেপে পালাতে হয় বসিরহাট থানার আইসিকে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পানিগোবরা গ্রামের কাছে টাকি রোডের ওপর। অভিযোগ বসিরহাট উত্তর কেন্দ্রে সিপিএম জেতার পর এদিন সেখানে বামেদের একটি বিজয় মিছিল বার হয়। এদিকে তখনই পানিগোবরা গ্রামে কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক এটিএম আবদুল্লা। তাঁর দাবি, তাঁকে দেখে সিপিএমের মিছিল থেকে একদল যুবক আচমকাই তাঁর দিকে রড, ইট, পাথর নিয়ে ছুটে আসে। তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের মারধরও করা হয়। এই ঘটনার প্রতিবাদে পরে টাকি রোড অবরোধ করেন ক্ষুব্ধ তৃণমূল কর্মী, সমর্থকেরা। অবরোধ তুলতে পুলিশ বাহিনী নিয়ে সেখানে হাজির হন বসিরহাট থানার আইসি। তাঁকে তাড়া করেন অবরোধকারীরা। প্রাণ বাঁচাতে অটোয় চেপে এলাকা থেকে পালিয়ে যেতে হয় খোদ আইসিকে। এদিকে মিছিল থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়কের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব।