বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির শুদ্ধিকরণ কর্মসূচি ব্যর্থ হওয়ার পর শুক্রবার রাজ্য জুড়ে যেখানে যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানো রয়েছে সেখানে সেখানেই মূর্তির শুদ্ধিকরণের ডাক দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব। সেইমত শুক্রবার বেলার দিকে শ্রীরামপুরের আরএমএস ময়দানে হাজির হন বিজেপি কর্মী সমর্থকেরা। জেলা বিজেপি সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীরা সেখানে হাজির হয়ে দেখেন তাঁদের আসার আগেই সেখানে গান্ধীজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বিআর আম্বেদকরের মূর্তি ধুয়ে পরিস্কারের কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরা।
বিজেপি কর্মীরা মূর্তির কাছে পৌঁছনোর চেষ্টা করলে তাঁদের পথ আটকান তৃণমূল কর্মীরা। দুপক্ষে বচসা শুরু হয়। তারপর হাতাহাতি। মুহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের বাধার মুখে কার্যত পিছু হঠে বিজেপি। অভিযোগ বিজেপির জেলা সভাপতিকে রাস্তায় ফেলে মারধর করেন তৃণমূল কর্মীরা। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। এদিকে সংঘর্ষের ঘটনায় শ্রীরামপুরের একটা বড় অংশে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।