জলপাইগুড়ির ধূপগুড়ির বারোহেলিয়া প্রাথমিক বিদ্যালয়। এখানেই ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। তবে পড়ুয়াদের মধ্যে হাতাহাতির ফলে নয়। দুই শিক্ষকের হাতাহাতির ফলে! যা দাঁড়িয়ে দেখল স্কুল ভর্তি পড়ুয়া। কী হয়েছিল? স্থানীয় সূত্রের খবর, ওই স্কুলের এক শিক্ষক অজয় চিসিং। প্রধান শিক্ষক ফণীন্দ্র সরকারের অভিযোগ অজয় চিসিং স্কুলের নির্দিষ্ট সময়ের পরোয়া করেন না। প্রায়শই তিনি স্কুল ছুটির আগেই বেরিয়ে যান স্কুল থেকে। এ নিয়ে প্রধান শিক্ষকের অসন্তোষ ছিলই। অভিযোগ গত বৃহস্পতিবার অজয় চিসিং ফের তাড়াতাড়ি বার হওয়ার কথা জানাতে প্রধান শিক্ষকের ঘরে যান। কিন্তু এদিন প্রধান শিক্ষক তাঁকে সেই অনুমতি দেননি। তাতেই নাকি রেগে গিয়ে ফণীন্দ্রবাবুর নাকে ঘুষি মারেন অজয় চিসিং। প্রধান শিক্ষকও ছাড়ার পাত্র নন। তিনি পাল্টা লাঠি দিয়ে অজয় চিসিংয়ের মাথায় ঘা বসিয়ে দেন। এতে দুজনেই রক্তাক্ত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিভাবকদের প্রশ্ন, স্কুলের দুই মাস্টারমশাই যদি পড়ুয়াদের সামনে নিজেদের মধ্যে এমন হাতাহাতি করেন, তাহলে ছোট ছোট পড়ুয়ারা স্যারেদের কাছে কী শিখবে? কেনই বা মানবে শিক্ষকদের? এদিকে দুই স্যারের তরফে অভিযোগ জমা পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।