
বিস্ফোরণে উড়ে গেল বীরভূমের লোকপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ। গভীর রাতে আচমকাই এমন জোড়াল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের অনুমান, বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করা ছিল। সেই বিস্ফোরকেই কোনওভাবে আগুন লেগে যায়। ফলে হয় বিস্ফোরণ। বিস্ফোরণে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন। তার ওপর বাড়ির একটি অংশ উড়ে এসে পড়ে। বিস্ফোরণে বাড়িটির ছাদ তো উড়ে গেছেই, এমনকি গোটা বাড়িটাও ধূলিসাৎ হয়ে গেছে। টুকরো টুকরো হয়ে গেছে বাড়ির জানলা, দরজা। ঘটনার এনআইএ তদন্ত চেয়ে সোচ্চার হয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।