বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুলকালাম কাণ্ড হল বনগাঁর বক্সিপল্লিতে। এখানে একটি ভাড়া ঘর থেকে বৃহস্পতিবার উদ্ধার হয় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ। তিনি সেখানে একাই থাকতেন। বৃদ্ধের দেহ উদ্ধার করে তাঁর পুত্র ও পুত্রের শ্বশুরমশাইকে পুলিশের গাড়িতে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। আর তাতেই ক্ষেপে ওঠেন এলাকাবাসী। তাঁদের দাবি, ওই বৃদ্ধের পুত্র, পুত্রবধূ ও পুত্রের শ্বশুরমশাইকে আটক করার বদলে তাদের এলাকা থেকে উদ্ধার করে নিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রতিবাদে তাঁরা পুলিশের গাড়ি আটকান। পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে গাড়ি ঠেলতে থাকেন স্থানীয় মহিলারা। এলাকাবাসী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির শুরু হয়ে যায়। পুলিশের গাড়ি ভাঙচুরেরও চেষ্টা হয়। পরে অবশ্য পুলিশ সেখান থেকে গাড়ি নিয়ে যেতে সক্ষম হয়।
এলাকাবাসীর দাবি, ওই বৃদ্ধের স্ত্রী গত ডিসেম্বরে মারা গেছেন। মায়ের মৃত্যুর পর বাবার ওপর প্রবল অত্যাচার শুরু করে ছেলে, বউমা। তাতে মদত দিতেন ছেলের শ্বশুরমশাই। ছেলের চাপে ওই বৃদ্ধ বাড়ি বেচে বক্সিপল্লিতে ভাড়া থাকতেন। কিন্তু তারপরও টাকাপয়সা চেয়ে একাকী বৃদ্ধের ওপর অত্যাচার কমেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছেলে বউমার অত্যাচারেই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। তাই তাঁদের অবিলম্বে গ্রেফতার করা উচিত। আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ এই রহস্যমৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।