বিধানসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান সহ ২ মহিলা বিধায়ককে হেনস্থার প্রতিবাদে বুধবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বার হয় দুপুরে। সেই মিছিল রফি আহমেদ কিদোয়াই রোড হয়ে এস এন ব্যানার্জী রোড ধরে ডোরিনা ক্রসিংয়ের দিকে এগোনোর চেষ্টা করলে মিছিল আটকে দেয় পুলিশ। প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গিয়ে বেশ কিছুক্ষণ কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তারপর সেখানেই বসে পড়েন কংগ্রেস কর্মীরা। পুলিশ ত্রিস্তরীয় ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে। রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন কংগ্রেস কর্মীরা। প্রায় আধঘণ্টা এমন চলার পর অবশেষে মিছিল শেষ বলে ঘোষণা করা হয়। আস্তে আস্তে ফিরে যান কংগ্রেস কর্মী সমর্থকেরা। কিন্তু দুপুরের এই মিছিলে মধ্য কলকাতা জুড়ে প্রবল যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন পথচলতি মানুষজন।