নোট বাতিলের বর্ষপূর্তিতে কেন্দ্রের বিরোধিতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সভা করল প্রদেশ কংগ্রেস। এদিনের সভায় কেন্দ্রের বিরুদ্ধে নিজের ভাষণে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য সহ রাজ্য কংগ্রেসের অন্যান্য নেতারা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেও প্রতিবাদ দেখায় কংগ্রেস।
এদিন নিজের ভাষণে অধীরবাবু বলেন, গত বছর প্রধানমন্ত্রী বলেছিলেন নোটবন্দির ফলে দেশ জাল টাকা, সন্ত্রাসবাদ এবং দুর্নীতি থেকে মুক্ত হবে। কিন্তু এখন বিজেপি নিজের গোলপোস্ট পাল্টাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিলেন নোটবন্দির ৫০ দিনের মধ্যে যদি কালো টাকা না ফেরাতে পারেন তাহলে তাঁকে রাস্তায় দাঁড় করিয়ে যা সাজা দেওয়ার দেবেন সাধারণ মানুষ। অধীরবাবুর প্রশ্ন, ৫০ দিন তো দূর অস্ত, ১ বছর হয়ে গেল, কালো টাকার হদিশ এখনও মিলল না। এনডিএ সরকার আরবিআই-এর মত স্বাধীন প্রতিষ্ঠানের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করছে বলেও অভিযোগ করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতির আরও অভিযোগ, মোদী সরকারের কাছে মানুষ আগে নয়, ভোট আগে। রিজার্ভ ব্যাঙ্কের ক্ষমতা ফেরানোর দাবিও এদিন তোলেন অধীর চৌধুরী।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)