সিবিআই প্রধান অলোক বর্মাকে সরানোর বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতায় সিবিআই দফতরের সামনে বিক্ষোভ দেখাল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই বিক্ষোভে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের মত বর্ষীয়ান নেতারা। এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে সোমেনবাবু দাবি করেন, সিবিআই রাফাল চুক্তি নিয়ে তদন্ত শুরু করতে চলেছিল। সেজন্যই অলোক বর্মাকে সরানো হল। এটা একটা ষড়যন্ত্র। এটা রাফাল বিতর্ককে ধামাচাপা দেওয়ার চেষ্টা।
এদিন সোমেন মিত্র দাবি করেন, কেন্দ্র সিবিআই প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। প্রসঙ্গত, রাতারাতি সিবিআই প্রধান অলোক বর্মা, তাঁর ডেপুটি রাকেশ আস্থানা সহ বেশ কয়েকজন সিবিআই আধিকারিককে ছুটিতে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্র।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)