কলকাতার আকাশে এদিন দুপুর থেকেই মেঘের আনাগোনা। ফলে রোদ গিয়েছিল উধাও হয়ে। তারমধ্যেই আপাত শান্তি বিরাজ করা একটি ভবনের সামনে এদিন তৈরি হয় উৎসবের মেজাজ। হৈ হুল্লোড়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচলও। কলকাতার মৌলালির কাছে প্রদেশ কংগ্রেস সদর দফতরের সামনে এদিন কংগ্রেস কর্মী সমর্থকদের আনন্দ বাঁধ ভাঙে। এক সুদীর্ঘ সময়ের পর এদিন জেগে ওঠার আনন্দ করার সুযোগ হাতছাড়া করেননি কংগ্রেস কর্মী, সমর্থকেরা। একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিন প্রদেশ কংগ্রেস দফতরের সামনের ছবিটা একদম বদলে গেল। কংগ্রেস কর্মী সমর্থকেরা রাস্তার ওপরই বাজি পোড়ানোয় মেতে ওঠেন। রকমারি বাজির রোশনাইতে অন্য চেহারা নেয় আনন্দ। চলে ঢোলের তালে তালে নাচ, হৈচৈ। রঙিন কাগজের টুকরো উড়েও আনন্দ করেন সকলে।
৩ রাজ্যে কংগ্রেসের এদিনের দুরন্ত ফলাফল নিয়ে খুশিতে মাতোয়ারা হওয়ার এখানেই শেষ নয়। কংগ্রেস নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার রানি রাসমণি রোডে কংগ্রেসে সভা রয়েছে। সেখানে কংগ্রেসের তরফে বিজয়োৎসব পালন করা হবে।