রাফাল চুক্তির নথি প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গেছে। সুপ্রিম কোর্টে একথা গত বুধবার জানান অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল। রাফালের মত স্পর্শকাতর বিষয় সংক্রান্ত নথি খোদ প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি যাওয়ায় গোটা দেশেই হইহই পড়ে গেছে। কেন্দ্রীয় সরকার যথেষ্ট কোণঠাসা। এই অবস্থায় এদিন সুর চড়ান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ফের তাঁর সেই পুরনো ‘চৌকিদার চোর’ মন্তব্য এদিন ফের ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি রাহুল।
ভোটের মুখে এমন ট্রাম্প কার্ড কেউ হাতছাড়া করে! রাফাল চুক্তির মত নথি চুরিকে সামনে রেখে তাই পথে নেমে পড়ল কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে এদিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখানো হয়। হাতে প্ল্যাকার্ড আর গলায় চড়া সুরে স্লোগান নিয়ে এদিন হাজরা মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফাও দাবি করেন তাঁরা।
রাফালের নথি চুরিকে সামনে রেখে যে কংগ্রেস ভোটের মুখে বিজেপিকে কোণঠাসা করার একটা রাস্তা পেয়ে গেল তা পরিস্কার। ফলে কংগ্রেস যে এই ইস্যুকে হাতছাড়া হতে দিচ্ছেনা তা এদিনের এই বিক্ষোভ থেকেই পরিস্কার। রাফাল তথ্য চুরি নিয়ে একেবারে তৃণমূল স্তর থেকেই বিক্ষোভ শুরু করে দিল কংগ্রেস।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)