
এসএমএস করে পিএসির চেয়ারম্যান পদ ছাড়ার জন্য মানস ভুঁইয়াকে অনুরোধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। একটি নয়, এদিন মানসবাবুকে একাধিক এসএমএস করেন অধীর চৌধুরী। সূত্রের খবর, এসএমএসে মানস ভুঁইয়াকে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। মানসবাবুকে পিএসির চেয়ারম্যান করা আসলে তৃণমূলের চাল বলে ব্যাখ্যা করে সেই চালে পা না দেওয়ার অনুরোধ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এভাবে তৃণমূল, কংগ্রেসে ভাঙন ধরানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন অধীরবাবু। পাল্টা এসএমএসের উত্তর দিয়েছেন মানস ভুঁইয়াও। কোনও বৈঠক ছাড়াই আবদুল মান্নান সুজন চক্রবর্তীকে পিএসির চেয়ারম্যান হিসাবে বেছে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। গোটা বিষয়টি নিয়ে পরিষদীয় বৈঠক ডাকার অনুরোধ করেছেন মানস ভুঁইয়া। সেখানেই তিনি দলকে যা বলার বলবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপর ছেড়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড।