মানস ভুঁইয়া ইস্যুতে যবনিকা টানতে চাইছে কংগ্রেস। অন্তত শুক্রবারের পর তেমনই স্পষ্ট করল তারা। সূত্রের খবর, পিএসি চেয়ারম্যান বিতর্কে মানস ভুঁইয়াকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীর তরফ থেকে এ বিষয়ে সবুজ সংকেত মেলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দিল্লিতে মানস ইস্যুতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। কংগ্রেস সহ-সভাপতি তাঁদের পরিস্কার জানান দলীয় শৃঙ্খলাভঙ্গ তিনি বরদাস্ত করবেন না। এরপরই মানস ভুঁইয়াকে শোকজের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে শোকজের চিঠি হাতে পাওয়ার পরই তাঁর যা বলার আছে তা তিনি বলবেন বলে জানিয়েছেন সবংয়ের বিধায়ক। কংগ্রেসের অন্দরমহলে অবশ্য অন্য কানাঘুষোও শোনা যাচ্ছে। আসলে দলের তরফে এমন একটা পদক্ষেপই মানস ভুঁইয়া মনেপ্রাণে চাইছিলেন বলে মনে করছেন তাঁরা।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply