
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৩ তম জন্মদিন উপলক্ষে ট্যুইট করে নতুন বিতর্কের জন্ম দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের তরফে এদিন সকালে একটি ট্যুইট করা হয়। তাতে লেখা ছিল যখন একটা বড় গাছ পড়ে, তখন ভূমি কাঁপে। তলায় এটা রাজীব গান্ধীর উদ্ধৃতি বলেও জানান হয়েছিল। দাবি করা হয়, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যখন দেশজুড়ে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখনই একথা বলে বিতর্কে জড়িয়েছিলেন রাজীব গান্ধী। এদিন সেকথাই আরও একবার মনে করিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। প্রবল বিতর্কের মুখে কিছুক্ষণ পর ট্যুইটটি মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে দেশ জুড়ে প্রদেশ কংগ্রেসের করা এই ট্যুইট ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। যদিও বিপাকে পড়ে ট্যুইটের দায় ঝাড়ার চেষ্টা করেছে প্রদেশ নেতৃত্ব। তাঁদের দাবি, কেউ পাসওয়ার্ড জেনে বা হ্যাক করে এসব করেছে। তাই তাঁরা দ্রুত পাসওয়ার্ড বদলও করে দিয়েছেন। তবে এই ট্যুইটে তাঁদের সরাসরি কোনও হাত নেই।