ভয়েস মেসেজে আমূল পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ
ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে এক বিপ্লব ঘটাতে চলেছে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ এখন আমাদের দৈনন্দিন সঙ্গী। শুধুমাত্র খোশগল্প করতেই নয়, বিভিন্ন দরকারি কাজেও এখন ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ।
মিটিং চলাকালীন অফিসের বস চাইলেই কোনও দরকারি বার্তা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন তাঁর কর্মচারিদের। কষ্ট করে টাইপ করতে হয় না। প্রযুক্তির সুফল পাচ্ছেন ব্যবহারকারীরা।
জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে এই ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রেই আমূল পরিবর্তন আসতে পারে। এতদিন কেউ ভয়েস মেসেজ পাঠালে নিজের ইচ্ছে মতন তার গতি কমানো বা বাড়ানোর কোনও উপায় ছিল না। ফলে অনেক বড় মেসেজ আসলে, পুরো সময় অপেক্ষা করে শুনতে হত।
কম্পিউটারের ক্ষেত্রে এ সুযোগ বহুদিন থেকেই আছে। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যেকোনও ভয়েস মেসেজের গতি বাড়িয়ে অনেক কম সময়ের মধ্যে সেটা শুনে ফেলা যায়। ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে এরকম সুবিধা দিতে চাইছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ-এর বেটা ইনফো থেকে পাওয়া তথ্য অনুযায়ী আইফোনে হোয়াটসঅ্যাপ-এর সাম্প্রতিক বেটা ভার্সনে এই সুবিধাটি লক্ষ্য করা গেছে। এটিকে আরও উন্নত করার চেষ্টা চলছে।
অপরদিকে অ্যান্ড্রয়েড-এর সাম্প্রতিকতম বেটা ভার্সনে এটা নিশ্চিতভাবে আসতে চলেছে। এছাড়াও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য টাচ স্ক্রিন ডিসপ্লের ক্ষেত্রে ছবি আঁকার ফিচার হোয়াটসঅ্যাপে যোগ করার চিন্তাভাবনা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা