দ্বিতীয়বারের জন্য উইম্বলডন খেতাব জিতলেন অ্যান্ডি মারে। ফাইনালে হারালেন ফেডেরারের মত খেলোয়াড়কে সেমিফাইনালে হারিয়ে আত্মবিশ্বাসের চুড়োয় থাকা জায়ান্ট কিলার মিলোস রাওনিচকে। তবে পাঁচ সেটের ফাইনালে কেউ কারও চেয় কম যাননি। টক্করে টক্করে লড়াইয়ে পঞ্চম সেটে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে আসে সেই সুখের মুহুর্ত যা একজন টেনিস খেলোয়াড়ের সারা জীবনের স্বপ্ন।
২০১৩ সালে উইম্বলডন জেতার পর ফের ২০১৬-এ মারের জন্য এল সেই সুখের মুহুর্ত। সেই আবেগ এদিন ধরে রাখতে পারেননি এই টেনিস তারকা। কোর্টে দাঁড়িয়েই কেঁদে ফেলেন তিনি। এই নিয়ে তিনটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন মারে। এদিন উইম্বলডন ফাইনাল দেখতে দর্শকাসনে হাজির ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।