খেলার ফল ৭-৫, ৬-০। প্রথম সেটে তবু লড়াই দিলেও, দ্বিতীয় সেটে কার্যতই দাঁড়িয়ে হার। হারটা যে সে কারও নয়। ভেনাস উইলিয়ামসের। ৫ বারের উইম্বলডন চ্যাম্পিয়নের। ফাইনালে সেই কিংবদন্তী টেনিস তারকাকে স্ট্রেট সেটে হারিয়ে এবারের মহিলাদের উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন গারবিন মুগুরুজা।
এবারের প্রতিযোগিতায় ১৪ তম বাছাই মুগুরুজা এবার প্রথম থেকেই ছন্দে। তারুণ্যে টগবগে। অন্যদিকে দীর্ঘ টেনিস জীবনে ৭টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের অধিকারী ভেনাসের বয়সের ভার। তারুণ্য আর অভিজ্ঞতার লড়াইতে কিন্তু তারুণ্যেরই শেষ পর্যন্ত জয় হল। শুরু হল এক নয়া অধ্যায়ের। মুগুরুজার এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। তাও আবার একেবারে উইম্বলডন। ফলে টেনিস দুনিয়ার নতুন তারকা হিসাবেই তাঁকে দেখছে টেনিস বিশেষজ্ঞরা।