Sports

উইম্বলডনে বড় অঘটন, কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেন ফেডেরার

রজার ফেডেরার। টেনিসের সর্বকালের সেরার স্বীকৃতি যাঁর ঝুলিতে রয়েছে, তিনি যে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালেই হেরে যেতে পারেন তা বোধহয় তাঁর শত্রুও বিশ্বাস করবেননা। কিন্তু সেটাই হল। তাও আবার জেতার দোরগোড়ায় পৌঁছে হেরে গেলেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই। ৫ ম্যাচের সেটের প্রথম ২টো সেটে ২-৬, ৬-৭ পয়েন্টে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতার অষ্টম বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে দিয়েছিলেন রজার। বাকি ৩টে সেটের একটি জিতলেই সেমিফাইনালে পৌঁছে যেতেন সুইস মহাতারকা। কিন্তু সেখানেই আচমকা ছন্দ হারালেন ফেডেরার। পরের তিনটি সেটে হেরে গেলেন অ্যান্ডারসনের কাছে। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩-১১ পয়েন্টে হারেন তিনি। এই হারের সঙ্গেই এবারের উইম্বলডন দৌড় শেষ করলেন ৮ বারের উইম্বলডন বিজয়ী।

উইম্বলডনে গত ৩২টি ম্যাচের একটাও হারেননি ফেডেরার। এবার উইম্বলডন শুরু থেকে শেষ আটে পৌঁছনো পর্যন্ত একটাও সেট হারেননি তিনি। অবশেষে অশ্বমেধের ঘোড়া থামল। হার মানতে হল ফেডেরারকে। ৩৬ বছর বয়স। বয়সের একটা ক্লান্তি হয়তো আছে। সেইসঙ্গে ২টো সেট জেতার পর কী কিছুটা ওভার কনফিডেন্ট হয়ে পড়েছিলেন টেনিসের ঈশ্বর? অনেকে তেমনই আন্দাজ করছেন। যদিও তাঁর মত পেশাদার টেনিস তারকা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়েছিলেন তা মেনে নেওয়া মুশকিল। কারণ যাই হোক বাকি উইম্বলডন ফেডেরারহীন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button