মাথা নিচে পা ওপরে অবস্থায় ৪ ঘণ্টা শূন্যে ঝুলতে হল ৮ যাত্রীকে
যখন তাঁরা উঠেছিলেন তখন দুঃস্বপ্নেও তাঁরা ভাবেননি যে এভাবে মাথা নিচে আর পা ওপরে করে ৪ ঘণ্টা আটকে থাকতে হবে।
আর কি তাঁরা এই আনন্দ যাত্রার ঝুঁকি নেবেন? হয়তো না। কারণ এ তাঁদের সারাজীবনের এক আতঙ্কের স্মৃতি উপহার দিয়ে গেল। তাঁদের অবস্থা দেখে অনেকে যাঁরা এই আনন্দে শামিল হবেন বলে ভাবছিলেন তাঁরাও অনেকে পিছু হটলেন।
ঘটনাটি ঘটেছে একটি উৎসবে। যেখানে বহু মানুষ আনন্দ করতে হাজির হয়েছিলেন। উৎসব মানেই তো নানারকম আনন্দে মেতে ওঠা। তাই বেশ কয়েকজন একটি রোলার কোস্টারে উঠে বসেছিলেন।
আর রোলার কোস্টার মানে তো তা নানাভাবে এঁকে বেঁকে শূন্যে ঘুরে যাত্রীদের এক শিহরণ জাগানো আনন্দ উপহার দেয়। তেমনই চলছিল। আচমকাই সেই রোলার কোস্টার যায় থমকে। আর যেখানে থমকে যায় সেখানে যাত্রীরা সকলেই মাথা নিচু অবস্থায় ঝুলছেন।
শূন্যে পা আর মাথা নিচে। এই অবস্থায় ঝুলতে থাকা ছাড়া সেখান থেকে বেরিয়ে আসার কোনও উপায় ছিলনা। ফলে আতঙ্ক বুকে করেই উল্টো হয়ে ঝুলে থাকতে হয় ৮ যাত্রীকে।
নানাভাবে চেষ্টা করেও রোলার কোস্টারটিকে নড়ানো যায়নি। অবশেষে খবর দেওয়া হয় দমকলে। মাটি থেকে অত উঁচুতে ঝুলতে থাকা মানুষজনকে অক্ষত অবস্থায় নামিয়ে আনার জন্য ব্যবহার করা হয় দমকলের বিশেষ ধরনের লম্বা মই। যা অনেক উঁচু বাড়িতে আগুন লাগলে দমকল ব্যবহার করে।
সেই মইতে করে সকলকে ৪ ঘণ্টা ওই অবস্থায় থাকার পর নামিয়ে আনা হয়। সকলের শারীরিক পরীক্ষাও করা হয়। ঘটনাটি ঘটেছে আমেরিকার উইসকনসিন উৎসবে।