বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে সাপ, লাফিয়ে উঠে এলেন অতিথিরা
হোটেলের সুইমিংপুলে তারা স্নান করছিল। তাদের দেখে হোটেলের অতিথিরা সাঁতার কাটতে গিয়েও সময় নষ্ট না করে লাফিয়ে উঠে এলেন জল থেকে।
হোটেলটি যথেষ্ট বর্ধিষ্ণু। ঝাঁ চকচকে হোটেলে নানা সুবিধাও রয়েছে। অতিথিদের জন্য রয়েছে বিশাল সুইমিংপুল। সেখানে জলে সময় কাটাতে সারাদিনই অতিথিরা আসতে যেতে থাকেন। বিলাসবহুল হোটেলে সুইমিংপুলে সময় কাটাতে পছন্দই করেন সকলে।
সেই পুলে জলে নেমেই ফের লাফিয়ে উঠে এলেন কয়েকজন অতিথি। সুইমিংপুলের জলে তখন মানুষ সাঁতার কাটছে না, সাঁতার কাটছে একাধিক সাপ।
এমন বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে সাপ! দেখে আঁতকে সুইমিংপুলের ধার ছেড়ে হোটেলের ঘরে ফেরার পথে এক মহিলা দেখেন সুইমিংপুল বলেই নয়, সাপ ঘুরছে হলওয়েতেও।
হলের মধ্যে দিয়ে যেতে গিয়ে সেখানেও দেখা মেলে সাপের। হোটেলের একি অবস্থা। সুইমিংপুলে সাপ, হলে সাপ! কিন্তু তখনও চমকের বাকি ছিল।
এক ব্যক্তির ঘরেও এরপর দেখা মেলে একটি সাপের। তিনি নিজে প্রথমে চেষ্টা করেন সাপটিকে কাবু করার। তারপর হোটেলের কর্মীরা এসে সাপটিকে পাকড়াও করেন।
কিন্তু এ কেমন হোটেল, যেখানে এভাবে নানা কোণায় সাপ ছড়িয়ে পড়েছে! হোটেলের কর্মীরা মেনে নিচ্ছেন এই সাপের উপদ্রবের কথা। তাঁরা এটাও জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই হোটেলে এভাবে সাপ ঢুকে পড়ছে।
কেন যে সাপেরা আশপাশ থেকে এসে এই হোটেলেই ঢুকছে তা বোঝা যাচ্ছেনা। তবে তারা আসছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের জার্মানটাউনের কানট্রি ইন অ্যান্ড স্যুইটস-এ।