চৌকো পায়খানা করে এই প্রাণি, তা দিয়ে এলাকাও দখল করে
যেকোনও প্রাণির মল সম্বন্ধে একটা ধারনা সকলেরই আছে। তাই সকলেই জানেন চৌকো পায়খানা কোনও প্রাণি করতে পারেনা। কিন্তু একটি প্রাণি কেবল চৌকো পায়খানাই করে।
যেকোনও প্রাণির একটি স্বাভাবিক প্রাকৃতিক অভ্যাস হল মলত্যাগ। যা প্রাণিভেদে সাধারণভাবে গোলাকার, লম্বা গোল বা থকথকে ধরনের হয়ে থাকে। কিন্তু চৌকো আকারের মল কেউ দেখেছেন কি? অধিকাংশ মানুষই বলবেন এমনটা হয় নাকি?
বিশ্বাস করা সত্যিই কঠিন। কারণ বিশ্বে মাত্র একটি প্রাণিরই পায়খানার আকার চৌকো হয়। চৌকো চৌকো পায়খানা করতে থাকে তারা। অনেকটা যেন চৌকো টুকরো পাথরের মত।
এরা কিন্তু পায়খানা করার পর তা কাজেও লাগায়। কাজে লাগায় নিজেদের দাপট দেখানোর জন্য। নিজেদের এলাকা ঘিরে রাখার জন্য। এরা তাদের চৌকো চৌকো পায়খানাগুলিকে অনেকটা ইটের পাঁচিল বা বেড়ার মত করে ব্যবহার করে।
আর তা দিয়ে ঘিরে নেয় নিজেদের এলাকা। যাতে তা থেকে পরিস্কার হয় কোনটা তাদের এলাকা। যেখানে তারা থাকবে। তারা তাদের পায়খানা দিয়ে নিজেদের চত্বর নির্দিষ্ট করে দেয়। এই চৌকো পায়খানা কিন্তু এই প্রাণিগুলিকে বিশ্বের মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।
অস্ট্রেলিয়ায় ওমব্যাট নামে এক ধরনের লোমশ প্রাণি দেখতে পাওয়া যায়। এরাই এই চৌকো পায়খানা করে থাকে। বিশ্বে একমাত্র ওমব্যাটই এমন একটি প্রাণি যারা এমন চৌকো পায়খানা করে থাকে।
ছোট নাদুসনুদুস চেহারার লোমশ প্রাণিগুলির পাও ছোট হয়। ওজন হয় ২০ কেজি থেকে ৩৫ কেজির মধ্যে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া ও কুইন্সল্যান্ড এলাকায় এদের সবচেয়ে বেশি বাস।