মহিলাদের টি-২০ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ব্রিগেড। তাও আবার পাকিস্তানকে দুরমুশ করে। এদিন কুয়ালালামপুরের সবুজ গালিচায় প্রথমে ব্যাট করেন পাক মহিলা ক্রিকেটাররা। ভারতীয় মহিলা বোলারদের দাপটে শুরু থেকেই নড়বড় করতে থাকে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। একতা বিস্তের বিষাক্ত বোলিংয়ে কার্যত আয়ারাম গয়ারাম চলতে থাকে। রান তোলা ছেড়ে পাকিস্তান তখন ব্যস্ত উইকেট ধরে রাখতে। অবশেষে ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান মহিলা ব্রিগেড তোলে ৭২ রান।
৭৩ করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতের ২ ব্যাটিং স্তম্ভ মিতালি রাজ ও দীপ্তি শর্মা শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। চাপে পড়ে যায় ভারত। হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কউর ও স্মৃতি মনধানা। এই দুজনের চওড়া ব্যাটে ভরসা করেই কার্যত জেতার লক্ষ্যে পৌঁছে যায় ভারত। হরমনপ্রীত করেন ৩৪ রান। স্মৃতি করেন ৩৮ রান। ফাইনালে জয় পেলে এশিয়া কাপে টানা ৭ বার খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করবে ভারত।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার – বিসিসিআই ওমেন)