ব্যবসার অনুকূল পরিবেশের জন্য বিশ্বব্যাঙ্কের সূচকে এক ধাক্কায় ৩০ ধাপ এগোল ভারত। ১৩০ তম স্থানে থাকা ভারত উঠে এল ১০০-তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে ঐতিহাসিক লাফ বলে আখ্যা দিয়েছেন।
সার্বিক ভাবে ভাল ফল হলেও সরকারের চিন্তা কিন্তু থেকেই গেল। কর্মসংস্থান ও বেসরকারি লগ্নি নিয়ে সরকারের কপালে চিন্তার ভাঁজ এখনও পুরু। কর, লাইসেন্স প্রদান, লগ্নিকারীদের সুরক্ষা, দেউলিয়া সংক্রান্ত বিবাদের মীমাংসার মতো ক্ষেত্রে সংস্কারের ফলেই ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছে ভারত। প্রতিবেশি দেশগুলির থেকে তালিকায় এগিয়েই রয়েছে ভারত। তবে ব্যতিক্রম ভুটান। ভুটান এগিয়ে আছে ভারতের চেয়ে। তাদের স্থান ৭৫।
স্টার্ট-আপ ইন্ডিয়া নিয়ে ব্যাপক প্রচার সত্ত্বেও ব্যবসায় পিছিয়ে থাকা, বিদ্যুৎ সংযোগে জটিলতা, কষ্টসাধ্য নির্মাণের অনুমতি জোগাড়, সম্পত্তি নথিভুক্তি সহ বেশ কিছু বিষয়ে পিছিয়ে রয়েছে ভারত। ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক বাণিজ্যও।