প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ যখন কলকাতায় খেলছেন, তখন লন্ডনে শুরু হল বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর। মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেন ও চ্যালেঞ্জার আমেরিকার ফাবিয়ানো কারুয়ানা। কারুয়ানাই এখন খাতায় কলমে বিশ্বের ২ নম্বর দাবাড়ু। বিশ্বচ্যাম্পিয়নশিপে এবার তারুণ্যের লড়াই। ২৭ বছরের কার্লসেন নিজের মুকুট বাঁচাতে লড়ছেন ২৬ বছরের কারুয়ানার সঙ্গে।
১২ ম্যাচের বিশ্বচ্যাম্পিয়নশিপে সাদা ঘুঁটি নিয়ে প্রথম ম্যাচ শুরু করেন কারুয়ানা। তার মানে শেষ ম্যাচেও সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগ পাবেন তিনি। এটা একটা সুবিধা হলেও প্রথম ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে ব্যর্থ কারুয়ানা। বরং ৩০ চালের পর খেলা কার্লসেনের দিকে ঝুঁকে যায়। যদিও কার্লসেন সেই অ্যাডভান্টেজের ফসল ঘরে তুলতে ব্যর্থ হন। রুক-পন এন্ডিংয়ে একটা পন বেশি নিয়েও খেলা জয়ের দিকে নিয়ে যেতে পারেননি কার্লসেন। ৭ ঘণ্টা ধরে চলা ১১৫ চালের খেলা শেষ পর্যন্ত ড্র হয়। এটা দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপের তৃতীয় দীর্ঘতম ম্যাচ হয়ে রইল।