বিশ্ব দাবার খেতাবি লড়াইতে ড্র থামার নাম নিচ্ছে না। ১২ গেমের লড়াইয়ে ইতিমধ্যেই ৭টি খেলা শেষ। আর সেই ৭টি খেলাই ড্র হয়েছে। সপ্তম ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলা কার্লসেন ডি ৪ দিয়ে শুরু করার পর খেলা গড়ায় কুইন্স গ্যামবিট ডিক্লাইনের হারউইজ অ্যাটাকে। প্রসঙ্গত এই খেতাবি লড়াইয়ের দ্বিতীয় ম্যাচেও এই ম্যাচের মতই প্রথম ৯টি চাল হয়েছিল। সেই খেলা গড়িয়েছিল ড্রতে। এই খেলাও গড়াল ড্রতেই।
এদিন খেলার শুরু থেকেই তেমন তাপ উত্তাপ বোর্ডে তৈরি হয়নি। বরং ২ প্রতিদ্বন্দ্বীই যে হোম ওয়ার্কে কোনও ফাঁকি দেননি তা বোঝা যাচ্ছিল। ক্রমশ খেলা ড্রয়ের দিকে যেতে থাকে। এখনও বাকি ৫টি ম্যাচ। যারমধ্যে কারুয়ানা ৩টি ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগ পাবেন। কার্লসেন পাবেন ২টি ম্যাচে সাদা ঘুঁটি। সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগটা কী তবে কাজে লাগাতে পারবেন কারুয়ানা? তিনি কী তবে হিসেব কষেই শেষ দিকের জন্য লুকিয়ে রেখেছেন ব্রহ্মাস্ত্র? নাকি কার্লসেন এখনও তুরুপের তাস খেলেনইনি। যা তিনি খেতাব ধরে রাখতে কারুয়ানাকে পরাস্ত করতে ধরে রেখেছেন সন্তর্পণে? আগামী ৫ ম্যাচই তার উত্তর দেবে।