অষ্টম ম্যাচে রীতিমত কঠিন অবস্থায় পড়েছিলেন বর্তমান দাবা বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অষ্টম ম্যাচে নির্ঘাত হার তাঁর মাথার ওপর নাচছিল। কিন্তু ২৪ তম চালে সাদা ঘুঁটি নিয়ে খেলা মার্কিন চ্যালেঞ্জার ফাবিয়ানো কারুয়ানার এইচ ৩-এর মত ভুল চাল কার্যত বাঁচিয়ে দিল কার্লসেনকে। নাহলে এই ম্যাচে ১ পয়েন্ট হারাতে হত তাঁকে। ভুল চালের জন্য কার্যত কারুয়ানাকে ধন্যবাদ দিয়েছেন কার্লসেন।
এদিন সিসিলিয়ান ডিফেন্সের সেশনিকভ ভ্যারিয়েশন খেলা হয়। কালো ঘুঁটি নিয়ে কারুয়ানার ই৪ এর বিরুদ্ধে সি৫ দিয়ে শুরু করেন কার্লসেন। এখানে ১২ নম্বর চালে গজকে ডি২ স্কোয়ারে এনে কার্লসেনকে চমকে দেন কারুয়ানা। প্রবল চাপে পড়েন কার্লসেন। ঘড়িতে সময় গড়াতেই থাকে। আর কার্লসেন বোর্ডে ভাবতেই থাকেন। যদিও পরে খেলায় ফেরেন তিনি। কারুয়ানা একটা চাল নষ্ট তাঁকে অনেকটা খেলায় ফিরিয়ে আনে। পরে ঘুঁটি বিনিময়ের মধ্যে দিয়ে ৩৮ তম চালে খেলা ড্র হয়ে যায়। ১২ ম্যাচের লড়াইয়ে ৮ ম্যাচে এখনও সবকটিই ড্র। ২ জনেরই ৪ পয়েন্ট করে ঝুলিতে। বাকি ৪টি ম্যাচ।