ওপেনিংটা দারুণ হয়েছিল। এর চেয়ে ভাল আর কী হতে পারে! কিন্তু ২৫ নম্বর চালে এইচ ৫ দেওয়াটা তাঁর ভুল হয়েছিল। বিশ্ব দাবার খেতাবি লড়াইতে নবম ম্যাচে জয়ের সম্ভাবনা হাতছাড়া করে এমনই জানালেন দাবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। এই স্তরের খেলায় সাধারণত পজিশনাল অ্যাডভান্টেজকেই জয়ের অবস্থা ধরা হয়। যা থেকে ক্রমশ জয়ের পথ খুঁজে নিতে হয়। সেই অবস্থা কিন্তু এদিন ইংলিশ ওপেনিং থেকে পেয়েছিলেন কার্লসেন। চতুর্থ গেমের মতই একই শুরু দেখা যায় এদিন। কিন্তু ক্রমশ খেলার রাশ হাতে নিয়ে নেন কার্লসেন। তবে ২৫ তম চালে এইচ ৫ দেওয়ার পর কিন্তু আর সুযোগ দেননি কারুয়ানা। দ্রুত খেলায় ফিরে আসেন তিনি। এরপর পিস এক্সচেঞ্জের মধ্যে দিয়ে খেলা এন্ডগেমে ঢোকে।
বিপরীত রঙের খোপের বিশপ বা দাবার ভাষায় অপজিট কালার বিশপ থাকায় খেলা যে ড্র হচ্ছে তা বোঝা যাচ্ছিল। যদিও এখানে বেশ কিছুক্ষণ ওই ম্যাচ নিয়েই চেষ্টা চালান কার্লসেন। তবে ড্র এড়াতে পারেননি তিনি। নবম ম্যাচ ড্র হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কার্লসেনকে তাঁরই দেশের এক সাংবাদিক কটাক্ষের সুরেই প্রশ্ন করেন খেলাটা যে ড্র হচ্ছে তা এন্ডগেমে কখন কার্লসেন বুঝতে পারেন? কার্যতই ক্ষুব্ধ কার্লসেন উত্তর দেন তাঁর মনে হয়েছিল তিনি ভাল অবস্থায় আছেন। কিন্তু তিনি তা হাতছাড়া করেন।
বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে আর ৩টে ম্যাচ বাকি। যারমধ্যে কারুয়ানা ২টি সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। এই ৩ ম্যাচে ফয়সালা না হলে লড়াই গড়াবে টাই ব্রেকারে।