সারা বিশ্বে পুরুষরা যা রোজগার করেন মহিলারা তার চেয়ে অনেক কম রোজগার করেন। পুরুষদের সঙ্গে এই ফারাক বিশাল। এখন মেয়েরা পেশাগত জীবনে প্রবেশ করছেন ঠিকই। তবে ফারাক কমছে খুবই ধীর গতিতে। ফলে পুরুষ-মহিলা রোজগারের ফারাক কমতে এখনও ২০২ বছর সময় লাগবে বলে মনে করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ১৪৯টি দেশে সমীক্ষা চালিয়ে তারা দেখেছে সব দেশেই এই ফারাক বর্তমান। এমন কোনও দেশ নেই যেখানে মহিলারা পুরুষদের চেয়ে বেশি বা প্রায় সমান সমান রোজগার করে থাকেন।
তাদের হিসাবে তারা দেখেছে এশিয়ার লাওস দেশটিতে একমাত্র এই ফারাক অনেকটা কম। কিন্তু সেখানেও সামঞ্জস্য আসতে এখনও ঢের দেরি। গত বছরও একই সমীক্ষা চালিয়েছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তখন তারা বলেছিল এই ফারাক মুছে যেতে এখনও ২১৭ বছর লাগবে। এবার তা কমে হল ২০২। এ থেকে এটা অন্তত পরিস্কার যে ক্রমশ বিশ্ব জুড়ে মহিলাদের রোজগার বাড়ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)