২৫ বছরের মধ্যে পৃথিবীর যা অবস্থা হতে চলেছে তা রাতের ঘুম কেড়ে নেবে
কোনও ধারনা নয়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আর ২৫ বছর পরেই পৃথিবীর যে বেহাল দশার পূর্বাভাস দিল তাতে যে কোনও মানুষের রাতের ঘুম উড়ে যেতে পারে।
২০৫০ সালে পৃথিবীর যা পরিস্থিতি হবে তাতে মানুষের জন্য বেঁচে থাকাটাই একটা লড়াই হয়ে দাঁড়াবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে ইঙ্গিত দিল তার পিছনে রয়েছে বিশ্ব উষ্ণায়ন। যে হারে পৃথিবীর পারদ চড়ছে তাতে হাতে আর বিশেষ সময় নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
২০২৩ সালকে সর্বকালের সবচেয়ে গরম বছর বলে ঘোষণা করা হয়েছে। এই উত্তাপ কিন্তু বাড়তেই থাকবে। ফলে পৃথিবীর গড় উষ্ণতা বাড়বে। যার জের ভুগতে হবে বিশ্ববাসীকে।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন এভাবে গরম বাড়তে থাকলে আবহাওয়ার ওপর তার ৬টি চরম প্রভাব পড়বে। বন্যা বাড়বে, খরা বাড়বে, তাপপ্রবাহ বাড়বে, ঘূর্ণিঝড় বাড়বে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে এবং দাবানল ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন জঙ্গলে।
সেই সঙ্গে জীবন যাবে কমপক্ষে ৮৫ লক্ষ মানুষের। আর এসবই হবে ২০৫০ সালের মধ্যে। ফলে হাতে আর বেশি সময় নেই।
যাঁরা জীবিত তাঁদের অনেকেই এই পরিস্থিতি প্রভাবের শিকার হবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটাও জানাচ্ছে যে ২০৫০ সালের মধ্যে এই আবহাওয়ার চরম প্রভাবে বিশ্ব জুড়ে ১২.৫ ট্রিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হবে।
যে বিপুল ধাক্কা কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য অবশ্যই আতঙ্কের খবর। সার্বিকভাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর পূর্বাভাস কিন্তু বিশ্ববাসীকে চিন্তায় ফেলে দিয়েছে।
তারা যে ৬টি চরম প্রভাবের কথা বলছে তার প্রভাব ইতিমধ্যেই টের পেতে শুরু করেছেন সকলে। তা ক্রমে আরও বাড়তে থাকবে। এটা ভেবেই রাতের ঘুম উড়েছে অনেকের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা