করোনার নতুন এপিসেন্টার কোথায়, জানাল হু
করোনা বিশ্বের প্রায় সব দেশই গ্রাস করে ফেলেছে। তবে প্রকোপ বেশি ইউরোপ, আমেরিকা ও এশিয়ায়।
নিউ ইয়র্ক ও ব্রাসিলিয়া : করোনা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিলে প্রায় সর্বত্রই ছড়িয়ে পড়েছে। তবে সব দেশেই যে প্রতাপ সমান তা নয়। বরং বলা ভাল সব মহাদেশেই নয়। এশিয়ায় শুরু হলেও করোনার ভয়ংকরতার আঁচ সবচেয়ে বেশি গিয়ে লেগেছে ইউরোপ ও উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকারও মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনার প্রভাব সবচেয়ে আতঙ্কের। এবার করোনা নতুন এপিসেন্টারে তার খেল দেখাতে শুরু করল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে করোনার এখন নতুন এপিসেন্টার দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকা। এখানে এবার হুহু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। যদিও দক্ষিণ আমেরিকার দেশগুলি অনেক আগে থেকেই লকডাউন পালন করছে। তবু করোনা ছড়াচ্ছে উল্কার গতিতে। সবচেয়ে শোচনীয় পরিস্থিতি ব্রাজিলের।
ব্রাজিলের পরই দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়িয়েছে পেরুতে। এরপর রয়েছে ইকুয়েডর, চিলির মত দেশ। যেখানে এখনও ১ লক্ষ ছোঁয়নি সংক্রমিতের সংখ্যা। অন্য দেশগুলিতেও বাড়ছে সংক্রমণ। দক্ষিণ আমেরিকায় চিন্তা বাড়াচ্ছে সেখানে আচমকা বাড়তে থাকা সংক্রমণ। যা ক্রমশ গ্রাফকে উর্ধ্বমুখী করেছে। যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে হু-ও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা